4 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 420
Related Products
Product Specification & Summary
বাংলাদেশে এথনিসিটি তথা এথনিক পরিচয় ‘আদিবাসী’, ‘উপজাতি’ কিংবা অতি সম্প্রতি ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী’ অভিধায় সূচিত হয়েছে। দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী তথা বাঙালি ও এথনিক সম্প্রদায়সমূহ-উভয় পক্ষই উল্লিখিত অভিধাসমূহের নির্মাণ, পুণঃনির্মাণ ও অবিনির্মাণ প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রেখেছে। একই সাথে প্রেক্ষাপট ও পরিস্থিতি ভেদে সংশ্লিষ্ট জনগোষ্ঠীসমূহ নিজ নিজ অবস্থান থেকে এথনিক পরিচয়ের এসব মাত্রাকে নিজেদের প্রয়োজন মাফিক প্রয়োগ ও পৃষ্ঠপোষকতা করেছে। সম্প্রতি এ বিষয়ে এই দুই গোষ্ঠীর পর¯পর বিপরীতমুখী অবস্থান বাংলাদেশের এথনিক স¤পর্ককে নতুন করে পাঠ করতে তাগাদা প্রদান করে যেটি আবার বাংলাদেশে এথনিক স¤পর্কের ঐতিহাসিক প্রেক্ষাপটকে গভীরভাবে পর্যালোচনার মাধ্যমে সম্ভব।