এক ছিল রাজা আর এক ছিল রানি। তাদের কোনো সন্তান ছিল না। তারা ঈশ্বরের কাছে একটা সন্তানের জন্য প্রার্থনা করত।
অনেক অনেক দিন পর ঈশ্বর তাদের প্রার্থনা কবুল করলেন। তাদের একটা মেয়ে হলো। মেয়েটি ছিল খুবই সুন্দরী। এ সন্তান লাভের কারণে সারা রাজ্যে খুশি ছড়িয়ে পড়ল। রাজা ঠিক করল রাজকুমারীর জন্য বড় একটা পার্টির আয়োজন করা হবে। বেশ জমকালো অনুষ্ঠান আর ভালো ভালো খাবারের ব্যবস্থা করা হলো। রাজ্যের সবাইকে দাওয়াত করা হলো। আর দাওয়াত করা হলো পরিদেরও।
সবচেয়ে ভালো খাবার শেষে পরিরা রাজকুমারীর নাম রাখল 'গোলাপি'।
হঠাৎ এক বিকট শব্দ হলো প্রাসাদের বাইরে। রাজপ্রাসাদের দরজা খুলে গেল। রাতের পরি এলো। ও এক দুষ্ট পরি। কখন কোথায় যায় তার কি কোনো ঠিক-ঠিকানা আছে? সে কেবল এদিক সেদিক ঘুরে বেড়ায় অন্যের অনিষ্ট করার জন্যে। ফলে যা হবার তা-ই হয়েছে! এই পরিটাকেই আমন্ত্রণ জানাতে রাজা-রানি ভুলে গিয়েছিল। 'আমাকে দাওয়াত দেওয়া হয়নি কেন?