বৃটিশ শাসনের যাতাকলে নিষ্পেশিত হয়ে ১৯৪৭ সালে ভারতবর্ষ বিভক্ত হয়ে দু'টি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়, একটি ভারত অন্যটি পাকিস্তান। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে রাষ্ট্র দু'টি গঠিত হয়। পাকিস্তান রাষ্ট্রের ভৌগোলিকভাবে গঠনটি ছিল ভিন্ন। মুসলিম প্রধান এলাকা নিয়ে পাকিস্তান রাষ্ট্রের গঠন। মানচিত্রের পশ্চিমাংশে তদানীন্তন পশ্চিম পাকিস্তান আর পূর্বাংশে পূর্ব পাকিস্তান। দুই পাকিস্তানের মাঝখানে ব্যবধান প্রায় ১৪০০ শত মাইল। এতটা ব্যবধানে পূর্ব পাকিস্তানের অবস্থান হওয়া সত্যেও এখানকার জনগণের আশা-আকাঙ্খা ছিল উচ্চ। দুই পাকিস্তানের জনগণ মিলে দেশটিকে সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে একটি নাটকীয় উদ্দিপনা তৈরি হয়েছিল তাদের মধ্যে। কিন্তু সেই উদ্দিপনা বেলুনের মতো চুপশে যেতে খুব বেশি সময় লাগলো না।