বইটি বিদেশি সাপ্লাইয়ারের নিকট থেকে সংগ্রহ করতে ৩০-৪০ দিন সময় লাগবে।
Product Specification & Summary
মানব-মানবীর প্রেম। এ পৃথিবীর সবচেয়ে মধুর যে শাশ্বত সত্য। সব পেরিয়ে নির্ভীক যে প্রেম চির সত্য হয়ে বেঁচে থাকে, তাই বারবার প্রমাণিত হয়েছে এই তিনটি প্রেমের উপন্যাসে। বৃষ্টির ঘ্রাণ, কাছে দূরে এবং ভাঙাগড়ার দিনগুলো। তরতরে গদ্যে লেখা ভিন্ন স্বাদের তিনটি প্রেমের কাহিনি। যা কলকাতা-পুরী-রাজস্থান-নৈনিতালের পটভূমি পেরিয়ে ছড়িয়ে পড়েছে বহু দূরে। যেন এই সময়কাল জুড়ে। তিনটি উপন্যাসেই চরিত্রদের সঙ্গে পাঠকও আবিষ্কার করবে সম্পর্কের মধুর যে মায়া, আর সম্পর্কের আলো ও ছায়ার গল্প যা চিনিয়ে দেয় হৃদয়ের গহন এক অনাবিষ্কৃত কোণ। ‘বৃষ্টির ঘ্রাণ’ উপন্যাসে অসমবয়সি প্রেমের টানাপোড়েন পৌঁছে দেয় শাওনকে এক গন্তব্যে যেখানে পৌঁছানো তাঁর কাছে ছিল স্বপ্নাতীত। দ্বিতীয় কাহিনিতে সুমনাকে নিজেকে জানতে, নিজের প্রকৃত অনুভূতিকে চিনতে পেরোতে হয়েছে অনেক চড়াই-উৎরাই। ‘ভাঙাগড়ার দিনগুলো’য় জ্যোতির্ময়কেও সম্পর্কের গোলকধাঁধায় হাঁটতে হয়েছে বহু পথ। এই সময়কার সম্পর্কের নানা জটিলতা, দ্বন্দ্ব, এই পালটে যাওয়া সময়ের নারী-পুরুষের মানসিকতা ও ভালবাসার অন্যতর প্রকাশ উপস্থিত তিনটি কাহিনিতেই। এই সংকলন এ সময়ের বিভিন্ন বয়সিদের ভালবাসার প্রতিচ্ছবি। যা সম্পর্ক, ভালবাসার মতো শব্দগুলোকে নতুন করে আবিষ্কার করে। শুধু রয়ে যায়, ‘সব ভাঙা প্রেম— অপরাজিত’।