বই সম্পর্কে :
‘ফেল্টুস? চড় খাবি!’ বইটি দেখলেই হাতে নিয়ে পড়তে ইচ্ছে করে। লুৎফর রহমান রিটনের ছড়া পড়ার লোভ সামলানো সত্যিই কঠিন। বইটিতে মোট ১৬টি ছড়া রয়েছে। সবগুলো ছড়া ছোটদের জন্য। ভীষণ মজার ছড়া একেকটা। প্রতিটি ছড়ার সঙ্গে দারুণ দারুণ ইলাসট্রেশন-ছবি-চিত্র। আর্ট পেপারে ছাপা। ঝকঝকে। চার রঙা। ছোটদের পাশাপাশি ছড়াগুলো বড়দেরও ভীষণ টানবে।
লুৎফর রহমান রিটন দেশের প্রখ্যাত ছড়াকার। তার প্রকাশিত বইয়ের সংখ্যা শতাধিক। সাহিত্যে অবদানের স্বীকৃতি হিশেবে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০০৭)-সহ বহু পুরস্কার পেয়েছেন। তার ছড়া দেশে-বিদেশে বাংলাভাষী পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।