❝ আত্মতৃপ্তির সন্ধানে ❞ বইয়ের ফ্ল্যাপ:
জীবনে সুখী হওয়ার অন্যতম পন্থা ব্যাক্তি জীবনে আত্মতৃপ্তি লাভ। আমরা সৃষ্টির সেরা জীব মানুষ হিসাবে সব সময় সুখী হওয়ার আশায় চাতক পাখির মতো ছটফট করতে থাকি। দৈনন্দিন জীবনে প্রিয়জন থেকে শুরু করে প্রয়োজনীয় বস্তু পর্যন্ত প্রত্যেক জায়গায় নিজেকে সুখী মানুষ প্রমাণ করাটা আমাদের বৈশিষ্ট্য। প্রকৃতপক্ষে, ব্যাক্তি সুখ আত্মতৃপ্তিতে অন্তর্নিহিত।
প্রকৃতির বাধা এই নিয়মে আবদ্ধ হয়ে কবি ফাতেমা তুজ জোহরা নিজে আত্মতৃপ্তি পেতে এবং নিজেকে সুখী মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করতে রচনা করেছেন ❝ আত্মতৃপ্তির সন্ধানে ❞ কাব্যগ্রন্থ। যেখানে তিনি তার জীবন দর্শনকে কাব্য রূপে পাঠকের কাছে সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে তুলে ধরেছেন।