মাইলফলক কথাটি বহুল পরিচিত আমাদের কাছে। ইহার আভিধানিক অর্থ হচ্ছে ধারাবাহিকতার ক্রম বা ধাপ। প্রতিটি মানুষেরই জীবন চলার পথ পরিক্রমায় এই ধারাবাহিকতার ক্রম বা ধাপ পেরোতে হয়। আর মানুষের জীবন চলার পথ পরিক্রমা একটি বৃত্তের মত। বৃত্ত যেমন যে বিন্দু হতে যাত্রা শুরু করে, আবার সকল গন্ডি পেরিয়ে সে বিন্দুতেই ফিরে এসে তার গন্তব্য শেষ করে, ঠিক মানুষের জীবনটা ও তেমনি যে বিন্দু হতে যাত্রা শুরু করে, সারা জীবনের পথ পরিক্রমা পাড়ি দিয়ে আবার সে বিন্দুতে ফিরে এসেই যাত্রা শেষ করে। তাই মানুষের জীবন যাত্রার এই বৃত্তটিকে আমি "জীবন বৃত্ত" নামে অবিহিত করেছি। আর জীবন চলার যথোচিত নির্দেশিকাকে আমি মাইলফলক নামে অবিহিত করে আমার এ বহুমুখী রচনা সমৃদ্ধ গ্রন্থটি "জীবন বৃত্তের মাইলফলক" নামে নামকরন করেছি। বইটিতে রয়েছে অভিজ্ঞতা জ্ঞান ও প্রজ্ঞার আলোকে লিখা অনেক নিবন্ধ, কবিতা, আত্মচরিত নিবন্ধ, গল্প, গভেষনামূলক প্রবন্ধ(থিসিস) ও শিশুদের জীবন গড়ার জন্য উপদেশমূলক ছড়া।
প্রখ্যাত লেখক সৈয়দ মোস্তবা আলী বলেছেন, "বই কিনে কেউ দেউলিয়ে হয়না" আশা করি আমার লিখা এই বইটি কিনেও কেউ আর্থিক ভাবে দেউলিয়া হবেননা, বরং আপনার ও আপনার সন্তানের জীবন গড়ায় সহায়ক হবে এই বইটি। স্বল্প মূল্যে এই বইটি কিনবেন আর্থিক মূল্যের প্রাধান্য দিয়ে নয় বরং প্রাধান্য দিবেন একজন লেখকের চিন্তা চেতনা কষ্ট ও ত্যাগের মহিমার। মনে রাখবেন আপনার মূল্যায়ন'ই আমাদের ভবিষ্যৎ পথ চলার পাথেয়। তাই বই কিনুন, বই পড়ুন আর জীবন গড়ুন। এটি'ই আমার আকুল নিবেদন।
একান্ত নিবেদনে: মোহাম্মদ শাহাদাত হোসেন। রিয়াদ সৌদি আরব।