আলোর পৃথিবীতে প্রতি মুহূর্তেই তৈরি হয় অন্ধকারের গল্প। আলো আর অন্ধকারের আশ্চর্য্য সহাবস্থানের মাঝেই আমাদের দিন যাপন। তবুও অদৃশ্যের ইশারায় মনের অতলে আমাদের অজান্তেই জমা হয় চাপ চাপ অন্ধকার। সেইসব অন্ধকার হাতে হাত ধরে ডেকে নেয় অন্য এক অজানা দুনিয়ার কায়াহীন ছায়াদের। অস্পষ্ট এই দুনিয়ার সঙ্গে আলোর দুনিয়ার সংঘাত বাধে কখনও কখনও। এই সংঘাতের মাঝেই জন্ম হয় অলৌকিক কাহিনীর। এইরকমই তিরিশটি কাহিনী যা ভৌতিক, অলৌকিক এবং আঁধার দিয়ে গড়া এই "আরশিনগর ও অন্যান্য গল্প" গ্রন্থটিতে আছে। অন্ধকারের গল্প ভালবাসেন যাঁরা এই বইয়ের পাতায় পাতায় তাঁরা খুঁজে পাবেন এক অলৌকিক হাতছানি।