তখনও অরুণাচল হয়নি। তখন তার নাম নেফা। লেখক নেফায় যান ১৯৫২-৫৩ সালে। পেশায় ভূতাত্ত্বিক হয়ে রাস্তা বানানোর জন্য জরিপের কাজে। এ বইয়ে ভূতাত্ত্বিকের চোখে নেফার প্রকৃতি-উপজাতি-মানুষ তো এসেছেই , সেই সঙ্গে এসেছে চা বাগান, চা শ্রমিক ও শ্রমিক আন্দোলন। ব্রিটিশ ভারত থেকে তৎকাল পর্যন্ত অরুণাচলের মানুষ, উপজাতি এবং প্রকৃতিকে লুঠের ইতিহাসেও ভ্রমণ করেছেন লেখক।
ছায়াবৃতা
সুনীল সেনশর্মা