প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীদের কাফেলা— নবীগণের পর তারাই সেরা মানবকাফেলা। তাদের প্রতি ভালোবাসা ঘুমিনের কাছে ঈমানের দাবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তারা সরাসরি শিক্ষাগ্রহণ করেছেন এবং সে শিক্ষাকে দুনিয়াব্যাপী ছড়িয়ে দিয়েছেন। সে শিক্ষা প্রতিটি মুমিনের কাছেই অনুসরণীয়, অনুকরণীয়। মুমিন হিসেবে আমরাও এ শিক্ষাই ধারণ করতে চাই।
নানা প্রসঙ্গে প্রদত্ত সাহাবায়ে কেরামের কয়েকটি ভাষণের এ সংকলন, আশা করি, আমাদেরকে তাদের আরও ঘনিষ্ঠ করে তুলবে।