ছড়া হলো মানুষের হাসি কান্না, আনন্দ বেদনা ও সমাজের মুখচ্ছবি। কল্পনার মধ্য দিয়ে বাস্তব জগত নিয়ে অনেক কিছুই চিন্তা করা যায়। আর এই সবকিছু চিন্তা একত্র করে ছন্দের পর ছন্দ মিলিয়ে যখন দু-চার লাইন লিখতে পারি, তখন অনেকটাই ভালো লাগে। আর এই ভালো লাগা থেকে সৃষ্টি হয় সৃজনশীল কিছু। ছড়াজগতে সুকুমার রায়, সুকুমার বড়ুয়া, লুৎফর রহমান রিটন, মোহাম্মদ অংকনসহ অসংখ্য ছড়াকার রয়েছেন যাদের তুলনায় আমি কিছুই নই। তবুও একটু প্রচেষ্টা মাত্র। লেখকের সৃষ্টি নির্ভর করে পাঠকের ভালো লাগা ও ভালোবাসার উপর। তাই আমার এ সৃষ্টির দ্বায়িত্ব পুরোটাই আপনাদের উপর। আপনাদের ভালো লাগা ও ভালোবাসা পেলে পরবর্তীতে আরো নতুন কিছু সৃষ্টি করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ।