মেয়ে তো কী
… বাসায় ছিলেন এক ধুরন্ধর মিথ্যাশ্রয়ী নিকট আত্মীয়। তিনি সবসময় আমার ওপর বিধিনিষেধ আরোপ করতে মুখিয়ে থাকতেন।তখন না বুঝলেও আজ বুঝি, কী ছিলো তার উদ্দেশ্য।এই ধুরন্ধর মানুষটির চোখ ফাঁকি দিতে পারিনি। টেনে-হিঁচড়ে নিচে নামালেন আমাকে।পেটাতে পেটাতে
আম্মুর কাছে নিয়ে গেলেন।আম্মুকে ধারণা দেয়ে হলো, প্রেমপত্র জাতীয় কিছু লিখবার সময় হাতে-নাতে ধরে ফেলেছেন আমাকে। এখন ভাবতে অবাক লাগে।কেউ পড়েই দেখেনি আমি কী লিখি।আমাকে জিজ্ঞেসও করা হয়নি এ ব্যাপারে।মারগুলো আমার শরীরে লাগেনি, বুকে লেগেছিলো।কুটি কুটি করে ছিঁড়ে আমার ডায়েরি…