মানুষের যেমন পরিবার, সমাজ এবং রাষ্ট্র আছে, প্রকৃতিরও আছে তেমন এক নিজের মতো জগৎ। প্রকৃতিকে ছাড়া কমলালেবু আকারের পৃথিবীতে আমরা টিকবই না। এটা জেনেও মানুষ ওদের জগৎটায় গোলমাল পাকায়৷ জল, ভূমি, বায়ু, বৃক্ষ, পাখি, পশু সবাইকে নিয়ে সুন্দর যে সমাজ, সেটা অসুন্দর করে তোলে। মানুষ বড় বোকা, আজও বুঝে উঠতে পারল না প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব না করলে, সে নিজেও হারিয়ে যাবে। তিলাঘুঘুসহ বনবিবির রাজ্যে যারা বাস করছে, তারা কিন্তু শুধু নিজের কথাই ভাবছে না, ভাবছে সবাইকে নিয়ে ভালো থাকার কথা। তিলাঘুঘুর কাছ থেকে মানুষ শিখে নিতে পারে, কাকে বলে বন্ধুতা।