এসো সহজে আরবি ও ইংরেজি শিখি তারকীব ও বিশ্লেষণসহ (তিন খণ্ড একত্রে) - Aso Sohoje Arbi o English Sikhi Tarkib o Bishlejhon Tin Khondo
কিন্ডরগার্টেন, প্রি-ক্যাডেট, প্রিপারেটরি, মডেল স্কুল, টিউটোরিয়াল হোম্স, নুরানী কিন্ডারগার্টেন, আরবি ইংরেজি মাধ্যম স্কুল ও মাদরাসার শিক্ষার্থীদের জন্য পাঠ্য উপযোগী। ১ম- ৫ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য
এসো সহজে আরবি ও ইংরেজি শিখি
এসো সহজে আরবি ও ইংরেজি শিখি তারকীব ও বিশ্লেষণসহ (তিন খণ্ড একত্রে) 3
01813172768
পৃথিবীর যেকোনো প্রান্তের বাংলাভাষী যারা আরবি সাহিত্য এর পাশাপাশি বাংলা ও ইংরেজি সাহিত্য শিখতে আগ্রহী।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা, ইংরেজি ও আরবি সাহিত্য বা ১ম পত্র হিসেবে পাঠ্য।
এটি তিন ভাষায় হওয়ায় বিভিন্ন শ্রেণিতে পড়াতে পারবেন। ১ম পত্র হিসেবে।
এটি পড়াতে তিন বিষয়ের জন্য তিনজন শিক্ষক প্রয়োজন হবে না, বরং একজন শিক্ষক তিনটি বিষয় পড়াতে পারবে।
যারা বাসায় বসে বাংলার মাধ্যমে আরবি, ইংরেজি সাহিত্য শিখতে চান।
যারা আরবি, ইংরেজি সাহিত্যের বিশ^মানের শিক্ষক বা শিক্ষিকা হতে চান
শব্দভান্ডার একত্রিকরণ : বইটির প্রতিটি পাঠে একত্রে শব্দার্থ দেয়া হলো। শিক্ষক ও শিক্ষার্থীরা সহজে পড়তে ও পড়াতে সহায়ক হবে।
বিভিন্ন ধরনের অনুশীলন : প্রশ্ন- উত্তর রয়েছে, যা শেখা বিষয়গুলো ভালোভাবে বুঝতে ও বুঝাতে সহজ হবে।
সকল স্তরের জন্য উপযোগী : স্কুল, কলেজ , বিশ^বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থী এবং আরবি, ইংরেজি সাহিত্য শিখতে আগ্রহী সকলের জন্য।
বিষয়বস্তুর ধারাবাহিকতা : বইটির গল্গের বিষয়বস্তু এমনভাবে সাজানো হলো যেন শিক্ষার্থীরা একটি নির্দিষ্ট ক্রম অনুসরণ সাহিত্য সম্পর্কে সম্যক ধারণা অর্জন করতে পারে।
বিশ্বব্যাপি সমাদৃত : আরবি সাহিত্যের জন্য একটি জনপ্রিয় ও সমাদৃত পাঠ্য গ্রন্থ। আরবি সাহিত্য এর সাথে বাংলা ও ইংরেজি সাহিত্য শিখা ও শিখানো জন্য অত্যন্ত জন প্রিয় গ্রন্থ।
ভুমিকা
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِينَ وَالصَّلَوةُ وَالسَّلَامُ عَلَى خَيْرِ خَلْقِهِ مُحَمَّدٍ وَ الِه أَجْمَعِينَ.
সমস্ত প্রশংসা আল্লাহ তা'আলার জন্য, যিনি মানব জাতিকে অগণিত নেয়ামত ও সুন্দর গঠনে শ্রেষ্ঠ মাখলুক হিসেবে সৃষ্টি করেছেন, একমাত্র তাঁরই ইবাদত করার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর পরিবারবর্গ ও সাহাবায়েকেরামদের উপর। আল্লাহ তা'আলার নিয়ামতসমূহের মধ্যে একটি নেয়ামত হলো আরবি ভাষা শেখা ।
আল্লাহ তা'য়ালা বলেন, তাঁর নিদর্শনের মধ্যে রয়েছে আসমান, জমিনের সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বিভিন্নতা।” (সূরা রূম: আয়াত -২২) ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম বলেছেন- তিন কারণে তোমরা আরবীকে ভালোবাসো, যেহেতু আমি (নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া ছাল্লাম) আরবি, কুরআন আরবি, জান্নাতের ভাষা আরবী ।” (বাইহাক্বী শরীফ, পৃষ্ঠা:৩৮৭) —
মুসলীমদের জীবন সংবিধান হলো কুরআনুল কারীম। আর হাদীস শরীফ হলো কুরআনুল কারীমের ব্যাখ্যা। আর আমরা মুসলিমগণ বেশীর ভাগ ইংরেজি ও বাংলায় শিক্ষিত হওয়ায় বাংলা ও ইংরেজি ব্যতীত সরাসরি কুরআনুল কারীম ও হাদীস শরীফের নির্দেশাবলী আরবি হতে আমাদের হৃয়ঙ্গম করতে অক্ষম। আর অক্ষম ব্যক্তিদের জন্য সক্ষম হতে হলে আরবী শিক্ষার বিকল্প নেই এবং যারা আরবি ও ইংরেজি ভাষা জানতে আগ্রহী তাদের কল্যায়ণে আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। বিশেষ করে যারা মাদরাসা শিক্ষার পাশাপাশি ইংরেজি ভাষার নূন্যতম প্রয়োজনীয় জ্ঞান অর্জনের ইচ্ছা পোষণ করে তাদের জন্য এই বইটি আরবি, ইংরেজি শব্দের পাশাপাশি বাংলা উচ্চারণ ও সহজ বাংলাসহ অনুবাদ হওয়ায় অধিক উপকারী হবে।
বইটি নির্ভূল করতে এবং সহজায়নে যথাসাধ্য চেষ্টা করা হয়েছে। তবে তা কতটুকু সহজ ও ফলপ্রসূ পাঠক বা পাঠিকা একান্তভাবে অধ্যয়ন করলে বুঝা যাবে। সুতরাং যাদের উদ্দেশ্যে এসো সহজে আরবী ও ইংরেজি শিখি গ্রন্থটি অনুবাদ করা হলো তাদের চাহিদা পূর্ণ হোক, সর্ব শেষে আল্লাহ তা'য়ালার নিকট এই কামনা করছি।
বিনীত,
মুহাম্মাদ মুযযাম্মিল হক 01813172768