‘হলদে পরীর দেশে’ বইয়ের কিছু অংশঃ
এবার চলিয়াছি যুগোশ্লাভিয়া। সেখানে আন্তর্জাতিক লোকসংগীত মহাসভার অধিবেশন বসিবে। ভূগোলে আমি কোনোদিনও ভালো ছেলে ছিলাম না। যুগোস্লাভিয়া কোন দেশ, কেমন তার লোকজন, কোন পথ দিয়া কীভাবে সেখানে যাইতে হইবে কিছুই জানি না। আমার ছেলে জামাল আর কামালের মানচিত্রের বইগুলি সামনে লইয়া পথের নির্দেশ ঠিক করি। ভূগোলের বই পড়িয়া ওদেশের লোকজনের কথা জানিতে চেষ্টা করি; কিন্তু আমাদের দেশের পাঠ্যবইগুলিতে কি ওসব জানার উপায় আছে—কোথায় যুগোস্লাভিয়ার রাজধানী, কোথায় কোন বন্দর, কোথায় কোন নদী? শুধুমাত্র নতুন নতুন নামে ভূগোলের বই ভর্তি। এত সর্বনাম শব্দ মুখস্থ করিতে হইত বলিয়াই ছোটবেলায় ভূগোল বইখানা আমার কাছে মাস্টার মহাশয়ের কঠিন বেতের চাইতেও ভয়ংকর বলিয়া মনে হইত। দেশের লোকজনের কথা বলিয়া, তাহার আবহাওয়ার কাহিনী বর্ণনা করিয়া দেখি না। কে আমাদের দেশের পাঠ্যবইগুলি নতুন করিয়া গড়িয়া তুলিবে?
যাক সেকথা….