228 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 600TK. 539 You Save TK. 61 (10%)
আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Related Products
Product Specification & Summary
"জীবন কথা" বইটি সম্পর্কে কিছু কথা:
দুই বৎসর আগে অসুস্থ অবস্থায় করাচিতে বসিয়া আমি আমার জীবনকথা লিখিতে আরম্ভ করি, তারপর দেশে ফিরিয়া এই পুস্তকের প্রথম খণ্ড সমাপ্ত করিলাম। কিন্তু লিখিতে বসিয়া মনে হইল, আমার জীবনকথা বুঝি কোনােদিনই শেষ হইবার নয়। জীবনের সুদীর্ঘ পথ-বাঁকে কতজনের সঙ্গে পরিচয় হইয়া কত বিচিত্র অভিজ্ঞতা লাভ করিয়াছি। কতজনের কাছে কত রকমের সাহায্য পাইয়াছি। তাহাদের কথাও একে একে লিখিতে হইবে। গ্রাম্য-গান সংগ্রহ করিতে আমাকে উভয় বঙ্গের বহু গ্রামে ঘুরিতে হইয়াছে। কলিকাতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও অধ্যাপনাকালে এবং কলিকাতা ও ঢাকা সেক্রেটারিয়েটে চাকরিজীবনে আমার অনেক অভিজ্ঞতা জমা হইয়া আছে। গ্রাম্য-গান প্রচারে আমাকে বহু প্রতিকূল অবস্থার সঙ্গে সংগ্রাম করিতে হইয়াছে। এই উপলক্ষে কলিকাতা ও ঢাকার বহু গায়কগায়িকা ও বিভিন্ন গ্রামােফোন কোম্পানির সঙ্গে আমার পরিচয় হইয়াছে। এই সকলও লিখিতে হইবে। কিন্তু পুস্তকের কলেবর বৃদ্ধি হইয়া যায় মনে করিয়া এবারের মতাে শুধু আমার বাল্যজীবনের ঘটনাগুলিকেই প্রকাশ করিলাম।
চিত্রালীতে এই পুস্তক ধারাবাহিক প্রকাশ করিয়া সােদর-প্রতিম এস, এম. পারভেজ আমার ধন্যবাদের পাত্র হইয়াছেন। চিত্রালীতে বহু পাঠক পত্র লিখিয়া গ্রন্থকারকে উৎসাহিত করিয়াছেন। একজন লিখিয়াছেন : ‘জসীম উদ্দীনের জীবনকথা পড়িতেছি না মায়ের হাতে পিঠা খাইতেছি।' ইহাদের সকলকেই আমার ধন্যবাদ জানাইতেছি।