মাঝে মাঝে মনের জানালা দিয়েও রোদ্দুর ছোঁয়া যায়।
তোমার স্পর্শের ঝিলিক ছুঁয়ে যায় তৃষার্ত হ্রদ প্রান্তর।
কখনো কখনো আয়নায় এক আশ্চর্য প্রতিবিম্বের দেখা মেলে।
এভাবেও কারো কারো ভোর হয়, অন্য কারো অপেক্ষায়।
কিছুটা অবহেলায়,আলগোছে এলিয়ে দেয়া দিন কেটে যায়।
মাঝে মাঝে অপার্থিব অনুভব জমে মনের কিনারায়।
শাশ্বত প্রেমে, নিঃসঙ্গতার পালক খসে পড়ে।
কখনো কখনো জলঙ্গীর সেই হাসি শুনতে পাই।
যেন মধ্যরাতে নেমে আসছে এক মায়াবী আলোর ঝালর।
নতুন রঙীন স্বপ্নগুলো আবারও গজাতে থাকে ধীরে ধীরে।
ছোপ ছোপ রোদ্দুরে আলো বুনে যায় নিজের অজান্তে।
ওরা এখন আর নাগালে নেই, পথ হারিয়েছে অচিরেই।