“ডালিম কুমার " বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
পূবেতে প্রসংশা করলাম পূবে ভানুশ্বর
একদিকে উদয় গাে ভানু চৌদিকে পশর।
পশ্চিমে প্রশংসা করলাম মক্কা মদিনাথান,
উদ্দেশে জানায় গাে সালাম মােমিন মােসলমান।
উত্তরে প্রশংসা করলাম হিমালয় পর্বত,
যাহার বাতাসে কাঁপে সকল গাছের পাত।
চার কোণা প্রশংসা কইরা মধ্যে করলাম স্থিতি,
শুরু করলাম আমি ডালিম কুমারের গীতি।