রমাদান, মুমিনের জীবনে বসন্ত। প্রতিবছর রমাদান আসে, রমাদান যায়। এই ভাবেই অতিবাহিত হচ্ছে আমাদের জীবন। প্রতি রমাদানেই আমরা কত পরিকল্পনা করি, কিন্তু সবতো আর বাস্তবায়ন করা হয়ে উঠে না। আবার অনেকে হিসাব মিলাতে পারি না কী কী আমল করবো, কীভাবে কাটাবো বরকতময় এই দিনগুলো। সেসব ভাবতে ভাবতেই আকাশে ইদ-উল-ফিতরের চাঁদ উঁকি দেয় মেঘের আড়াল থেকে। আর আমাদের জীবন নাফরমানির মেঘেই আচ্ছন্ন থেকে যায়।
“সুবাসিত রমাদান” বইটিতে মূলত ইলম ও আমলে বরকতময় রমাদানের সবটা সুবাস দিয়ে নিজের জীবনকে সুবাসিত করার বিষয়ে আলোচনা করা হয়েছে।