‘নির্মলেন্দু গুণ কথামৃত’ শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত’র মতো হিন্দু-ধর্মবিষয়ক কোনো গ্রন্থ নয়। এটি একটি সন্দেহমুক্ত সাহিত্যগ্রন্থ। আমার শতাধিক গ্রন্থ থেকে বাছাই করে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত কিছু কাব্যচরণ এবং গদ্যগ্রন্থগুলো থেকে নির্বাচিত কিছু গদ্যচরণ নিয়ে আমার কথামৃত’র প্রথম খন্ডটি আমার সম্পাদনায় প্রকাশিত হলো।
আমার পাঠক আমার ‘কথামৃত’ পাঠ করে উপকৃত হচ্ছেন, এরকম মনে হলে আগামীতে কথামৃত’র আরও কিছু খন্ড প্রকাশের ইচ্ছে রইলো।