একজন সাহিত্যিক সে কেবল তার নিজের জীবন নিয়েই
লেখেন না। জনজীবনের খণ্ড খণ্ড চিত্র তুলে ধরেন তার
সাহিত্য কর্মে। আনন্দ-বেদনা, শোক, সুখ সব মানুষই
উপলব্ধি করতে পারেন। মানুষের মুখে মেঘ জমতে
দেখলেও বুঝতে পারে তার হদয়াকাশ কতটা প্রসন্ন। তেমনি
ঠোঁটের হাসিতেও বুঝতে পারে কার সুখের সম্ভার কতটুকু।
ভাব-ভাবনা, আশা-নিরাশা নিয়েই মানুষের জীবন। কিন্তু
সকলেই তার রূপ দিতে পারে না। লিপিবদ্ধ করতে জানে
না। কিন্তু একজন লেখক অবিরত চেষ্টায় মগ্নরয় মানুষের
জীবনের চিত্রগুলোকে লিপিবদ্ধ করে রাখার। সৃষ্টিশীল
মানুষের মতো অন্যসব মানুষেরও সৃষ্টির প্রতি অগাধ প্রেম
আছে। তবে সৃষ্টিশীল ব্যক্তিদের চোখ এড়ায় না একটি
শেফালি ঝরার রাত ও একটি সোনাঝরা রোদ্দুরের প্রহরও