‘নতুন কবিতা’–‘পূর্ব্ববঙ্গের' বিভিন্ন বয়সী পাকিস্তান পর্বের তেরোজন লেখকের (জন্ম ১৯২১ থেকে ১৯৩৬) রচিত কবিতার সংকলন সম্পাদনায় আশরাফ সিদ্দিকী ও আবদুর রশীদ খান । প্রকাশকাল চৈত্র, ১৩৫৬ (ভূমিকা শেষে লেখা তারিখ ২১শে মার্চ ১৯৫০)।
সম্পাদক দুজনও কবি । তাদের কবিতাও সংকলনে অন্তর্ভুক্ত । সংকলিত কবিতার চরিত্র সম্পর্কে তাদের মতামত হলো ‘নতুন কবিতা। নতুন এবং কবিতা । নতুন অর্থে কাকের নয়—আজকের ।' প্রসঙ্গত দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা, অসংখ্য মৃত্যু, অর্থনৈতিক মন্দা ও হতাশার কথা উল্লেখ করে সম্পাদকদ্বয় লিখেছেন : ‘পূর্ব্বেই বলেছি, স্বপ্নের জগৎ থেকে সাহিত্য নেমে এসেছে কঠিন মাটির রূঢ় বাস্তবে ।... আধুনিক বাংলা কবিতায় স্পন্দমান গদ্যের প্রসার লাভ করছে।'