মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে চর দখলের এই যুগে স্মৃতিচারণমূলক দুচার কথা বলা বা লেখা বেশ খানিক মুশকিল হয়ে দাঁড়িয়েছে। ভুক্তভোগীর চেয়ে যিনি শুনেছেন তার দাবিটিই বড়। এই সময়ে দাঁড়িয়ে নিজের অভিজ্ঞতা তুলে এনে ইতিহাসের অংশ হয়ে ভবিষ্যৎ প্রজন্মের কাছে যতটুকু বর্ণনা করা প্রয়োজন মহান এই মুক্তিযোদ্ধা তার সাধ্যমত সবটুকুই চেষ্টা করেছেন। যারা ইতিহাস অন্বেষণ করেন বা করবেন তাদের কিছুটা হলেও কাজে আসবে।
প্রকাশক