তালখীসুল মিফতাহ কওমী ছাত্রদের জন্য একটি আতঙ্কের নাম। আতঙ্ককে ভালোবাসায় রূপান্তর করতে কিতাবটি সাকাফী নেসাবের শরহে বেকায়াহ জামাতে পাঠদান করা হয়। এতে ছাত্রগন সহজ আরবীতে তালখীসের বিষয়বস্তু বুঝে আত্মস্থ করতে পারে। পরবর্তীতে মূল তালখীস তাদের কাছে পানির মত সহজ হয়ে যায়। সাধারণ শিক্ষিতদের মাঝে যারা ইলমে বালাগাতে বিশেষ যোগ্যতা অর্জন করতে আগ্রহী তারাও কিতাবটি থেকে পরিপূর্ণ ইস্তিফাদা করতে পারবেন। ইনশাআল্লাহ।