ইসলামে আদাবুল মুআশারাত অনেক গুরুত্বপূর্ণ অধ্যায়। বর্তমানে যা মানুষ ভুলতেই বসেছে। তাই কিতাবটি সাকাফী নেসাবের মীযান (৬ষ্ঠ) জামাতের ছাত্রদের জন্য প্রণীত।
শিষ্ঠাচারনীতি, মানবধিকারনীতি ও পরিবারনীতি বিষয়ক বিস্তারিত আলোচনা রয়েছে। যা ছোট থেকে বড় যে কোনো বয়সী মানুষের জন্য জরুরী বিষয়। পাঠক এই কিতাবে এ ধরণের বিস্তারিত আলাপ আলোচনা পেয়ে যাবেন। এবং পরিবার ও সন্তান লালন পালনে সহায়ক হবে। ইনশাআল্লাহ