মানুষের অনুপম আকাঙ্ক্ষাগুলোর একটি হলো আশ্রয়। মানুষ প্রতিনিয়ত আশ্রয় খোঁজে। পাখিমনের মানুষগুলো মন থেকে মনে নীড়ের সন্ধান করে।সেই নীড়সন্ধানে একজন কবি খুঁজে বেড়াচ্ছে ঝিনাই জলের নীড়।পরমকূলে মাৎস্যমাধূর্য ধারণ করে যে জল-নিবাস;সেই জল-আশ্রয়ে নিবেদিত কবিপ্রাণ শরিফুজ্জামান পল।
পলের এই জলাশ্রয়ে আছে পরমের অনুসন্ধান; জীবনের বহুমুখী বৈচিত্রতা।
কবিতা যে মানুষমুখরতার গান গায়, সেই গানে পলের সুর সার্বজনীন।কাব্যতৃষ্ণ পাঠকের অনুভবে পলের ঝিনাই জলের নীড়, আশ্রয়ের স্লোগান নিয়ে হাজির হবে এই প্রত্যাশা করছি।
কালের লিখন
কবি ও বহুমাত্রিক লেখক