`মাধব—মালঞ্চ’ উপকথা থেকে ‘মনপবনের নাও’ নাটকটি লিখেছেন মীর সাখাওয়াত হোসেন। ১৯৭২ সালে তিনি এই কাহিনী সংগ্রহ করেন ফকিরাবাদ গ্রামের মোবাশে^র হোসেনের কাছ থেকে। এরপর ১৯৭৩ সালের জানুয়ারিতে নাটকটি লেখার কাজ শুরু করেন এবং নভেম্বরে শেষ করেন। ফকিরাবাদ গ্রামেই প্রথম মঞ্চস্থ হয় ১৯৭৩ সালের ডিসেম্বরে। ১৯৭৪ সালে একবার ভড়–য়াপাড়া গ্রামের গ্রাম দল মঞ্চস্থ করেন। আরো দুইবার ফকিরাবাদ গ্রামে নাটকটি মঞ্চস্থ হয় ১৯৭৬ এবং ১৯৮০ সালে। ঝিনাইদহ জেলা শিল্পকলা একাডেমিতে ঝিনেদা থিয়েটার ২০১৫ ও ২০১৭ সালে দুইবার নাটকটি মঞ্চস্থ করে। নাটকটির নাম নানা সময়ে পরিবর্তন হয়েছে। শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হওয়ার আগে নাটকটি ‘মাধব—মালঞ্চ’ নামেই পরিচিত ছিল। বর্তমান গ্রন্থটি `মনপবনের নাও’ শিরোনামে হলেও এর সাথে যুক্ত করা হয়েছে আরো একটি ছোট্ট নাটিকা যার নাম `নর ও মশা’। আশা করি গ্রন্থটি পাঠকের কাছে সমাদৃত হবে।