* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
এইমাত্র ভূতটির জন্ম হলো। এসময় ভূতটির জন্ম হওয়ার কথা নয়। ভূতরা এসময় জন্মায় না। ওদের জন্ম হয় অন্ধকার ঘুটঘুটে রাতে। শেওড়া বা গাবগাছের ডালে। পাতার ফাঁকে। এখন দিন। চারদিকে আলো। মা ভূত ভীষণ লজ্জা পেলো। লজ্জায় মাটির মধ্যে চলে যেতে ইচ্ছে করলো। কিন্তু এখানে সে সুযোগ নেই। বাড়িটি অনেক পুরোনো আর ভাঙাচোরা। মেঝেতে লোহার পাত বসানো। এই লোহা ভেদ করা ওই ভূতের কম্মো নয়। তাছাড়া ফুটফুটে বাচ্চাটি রেখে ভূতটি এখন কোথায় যাবে!... ক্যাপ্টেন আমাকে দ্রুত বাড়িতে পৌঁছে দিলো। মা আমাকে দেখে জড়িয়ে ধরলেন। বললেন, ‘এতো রাতে একা কেমন করে এলি?’ আমি বললাম, ‘ভীষণ বিপদে পড়েছিলাম মা। ক্যাপ্টেন না থাকলে আজ আমি বাড়ি পৌঁছাতে পারতাম না।’ ‘কী বললি? ক্যাপ্টেন তোকে বাড়ি পৌঁছে দিয়ে গেছে? বলিস কী? ক্যাপ্টেন তো কয়েকদিন আগেই মারা গেছে। তুই ঠিক দেখেছিস তো?’ মায়ের এই কথা শুনে আমি ভীষণ অবাক হলাম। ভয়ে আমার হাত পা আরো ঠান্ডা হয়ে যেতে লাগলো।... টানটান উত্তেজনা আর গা ছমছম করা ভূতের গল্পের সংকলন ‘নানাবাড়ির ছানাভূত’। গল্পগুলোর পুরোটা না পড়লে সত্যিই মিস করবে।
Report incorrect information