১৯৮৩ সালের ১৮ই ডিসেম্বর, ১২ই রবিউল আওয়াল, ঈদ-ই-মিলাদুন্নবী । এই উপলক্ষে বাংলা একাডেমি হযরত মুহম্মদের (ক্ষ) একটি কিশোরপাঠ্য জীবনী প্রকাশ করার সিদ্ধান্ত নেয় । গ্রন্থটির পাণ্ডুলিপি প্রণয়নের দায়িত্ব দিয়ে একাডেমি কর্তৃপক্ষ আমাকে বিশেষভাবে গৌরবান্বিত করেছেন ।
অত্যন্ত কম সময়ে, মাত্র তিন সপ্তাহের মধ্যে, আমাকে পাণ্ডুলিপি প্রস্তুত করতে হয়েছে । বাংলা ভাষায় প্রকাশিত হযরত মুহম্মদ (স.)-এর বেশকিছু জীবনীগ্রন্থ থেকে আমি সাহায্য নিয়েছি । এগুলোর মধ্যে কবি গোলাম মোস্তফার 'বিশ্বনবী', মওলানা মোহাম্মদ আকরম খাঁ-র 'মোস্তফা-চরিত' এবং জনাব মোবিনুদ্দিন আহমদ জাহাঙ্গীর-নগরীর ‘নবীশ্রেষ্ঠ’ থেকে বেশকিছু উদ্ধৃতি ব্যবহার করেছি । তাঁর কাছে আমার ঋণ অপরিশোধ্য ।
পাণ্ডুলিপি প্রণয়নের সময় জনাব বশীর আলহেলাল, কবি আসাদ চৌধুরী ও জনাব সুব্রত বড়ুয়া আমাকে নানাভাবে সাহায্য করেছেন । গ্রন্থটির মুদ্রণ-কাজ তত্ত্বাবধান করেছেন আমার সহকর্মী জনাব এহসান চৌধুরী ও জনাব আবদুর রহমান । বাংলা একাডেমি প্রেসের ব্যবস্থাপক জনাব ওবায়দুল ইসলাম অবিশ্বাস্য দ্রুতগতিতে গ্রন্থটি মুদ্রণের ব্যবস্থা করেছেন । আন্তরিকভাবে সাহায্য করেছেন জনাব মুস্তাফা পান্না এবং বাংলা একাডেমি প্রেসের সকল স্তরের কর্মচারীবৃন্দ । তাঁদের সকলকে জানাই গভীর কৃতজ্ঞতা ।