আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Related Products
Product Specification & Summary
একটি বৃক্ষ অনেক শাখাময় কাণ্ড নিয়ে কতশত রঙিন পাতা নিয়ে আকাশের তলে
ঠাঁই দাঁড়িয়ে থাকে। তার মাথার উপর দিয়ে পরদেশি মেঘদল উড়ে যায়। কখনো
সখনো বৃক্ষের সাথে কথা হয় আকাশের। বাতাসের সাহায্যে বৃক্ষ তার কথাগুলো
ছড়িয়ে দেয় আকাশে। বৃক্ষ শুধু আকাশের সাথে কথা বলে তা নয়, পথযাত্রীকেও
কত কিছু বলে। তবু পথিক তাকে নির্বাক বলে নির্ণয় করে। পথিক মাঝে মধ্যে
তার নরম শরীরে হাত রেখে শত পাতার ফোঁকর দিয়ে আকাশও দেখে নেয়।
আবার কখনো তাকে কেটে তার রক্তপাত করে। ইচ্ছে হলে তারই পাতা খুলে
শাখা মড়াৎ করে ভেঙে নেয়। তার শরীরকে জ্বালানি হিসেবে ব্যবহার করে। এত
কিছুর পরও বৃক্ষ অক্সিজেন দিয়ে মায়াময় ছায়া দিয়ে পশুপাখিকে আশ্রয় দিয়ে
মানুষের জন্য, পৃথিবী প্রাণের জন্য কাজ করে যাচ্ছে। আজও তার দান-প্রতিদান
বন্ধ করেনি; বরং মানব সভ্যতাকে বাঁচানোর জন্য নিজেকে উৎসর্গ করে আছে
মহাকালে।
গল্পগুলো লেখার সময় আনন্দ বেদনা, নতুন নতুন আবেগ অনুভূতি পেয়েছি। যারা পাঠ করতে পারবেন, আশা করি তাঁদের ক্ষেত্রেও তার বিপরীত ঘটবে না। এর আগে ২০১৩ সালের বইমেলাতে আমার একটি ছোটোগল্পের বই বেরিয়েছিল। দীর্ঘসময় পর এটি আসলো। বিশেষ করে 'কুষ্টিয়া প্রকাশন'-এর সবার সততার কাছে আমি বিশেষভাবে ঋণী। সর্বোপরি সবার জন্য মঙ্গল কামনা করি।
আব্দুল আলিম