আমাদের জীবনযাপন কোনো না কোনো গল্পের ভেতর দিয়ে প্রবাহিত হয়। সেসব গল্প নিছক কোনো গল্প না ভেবেই আমরা আরেকটি গল্পের ভেতরে প্রবেশ করি। এমন শত গল্পের সমন্বয়েই মানবজীবন।
আমি ছোটগল্পে মানুষের জীবনবোধকে তুলে ধরার চেষ্টা করি যা বিগত সময়ে প্রকাশিত আমার তিনটি ছোটগল্পের (শহরের অসম প্রেম, দেখা শহরের অদেখা গল্প, এই শহরের দিনরাত্রি) বইয়েও পাঠক পেয়েছে। বাস্তবতার নিরিখে লেখা গল্পগুলো পড়ে পাঠক আমাকে প্রায়ই জিগ্যেস করে বসেন, গল্পগুলো বাস্তব ঘটনা নিয়ে লেখা কিনা, গল্পের চরিত্রটি আমিই কিনা, গল্পের ঘটিত বিষয়টি আমার সাথে ঘটেছে কিনা ইত্যাদি। আমি উত্তর করি- না, এগুলো মোটেও বাস্তব না, কোনো চরিত্রেই আমি থাকি না। আসলে আমি গল্পগুলো সমসাময়িক প্রেক্ষিতে সেভাবেই সাজাই যাতে পাঠক অনুধাবন করতে পারেন যে এমনও গল্প আমাদের মাঝেই তৈরি হচ্ছে। যখন মানুষের জীবনবোধ ও ঘটনাপ্রবাহের সাথে আমার গল্পগুলো মিলে যায়, তখন আমার ভালোলাগা কাজ করে এটা ভেবে যে আমি অন্তত কিছু মানুষের মনের ভেতর প্রবেশ করতে পেরেছি। উপলব্ধি করতে পেরেছি- মানুষের সুখ-দুঃখ ও ভালোবাসাকে।
‘মেঘে ঢাকা চাঁদ’ আমার চতুর্থ ছোটগল্পের বই। নামভূমিকার একটি গল্পও আছে বইয়ে। সর্বমোট পনেরোটি গল্প স্থান পেয়েছে গ্রন্থটিতে। গল্পগুলো বিভিন্ন পত্রপত্রিকায় ছাপাও হয়েছে। একদিন বই প্রকাশের মনোভাব ব্যক্ত করে ফেসবুকে স্ট্যাটাস দিতেই প্রকাশক সোহাগ হোসেন সাজিদ বইটি প্রকাশের আগ্রহ জানান। নিয়ম মেনে চুক্তি সম্পাদিত হয়। এতে আমার বই প্রকাশের আগ্রহ যেমন বেড়ে যায়, তেমনই দায়িত্বও বেড়ে যায় এটা ভেবে যে পাঠককে ভালো কিছু উপহার দিতে হবে।
বর্তমানে প্রকাশনাখাতে চরম অস্থিরতা চলছে। কাগজসহ প্রয়োজনীয় সবকিছুর দাম আকাশচুম্বি। এরপরও প্রকাশক সাহস করে আমার বইটি প্রকাশ করলেন, এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে কবি শফিক রিয়ানকেও ভালোবাসা জানাচ্ছি, বইটি প্রকাশের পেছনে তারও সীমাহীন ভালোবাসা ও আন্তরিকতা রয়েছে। প্রিয় পাঠকসহ সকলের সুস্থতা কামনা করছি।