আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
নাটলা বেলগাছি, রহস্য উপন্যাস। বাংলাদেশ বর্ডারের মাঝামাঝি, বলা চলে না বাংলাদেশ না ভারত-এর একটি গ্রাম। সেই গ্রামেরই জমিদার বাড়িতে একের পর এক রহস্যজনক মৃত্যু ঘটছে। সেই রহস্য উদ্ঘাটনের জন্যই চপলকে বলা যায় প্রায় জোড় করে ধরে আনা হয়। কেননা নন্দিপাড়া গ্রামের খুনের রহস্য যখন কেউই উদ্ঘাটন করতে পারছিলো না, একজন নীরিহ মানুষের প্রায় ফাঁসির রায় হয়ে যাচ্ছিলো ঠিক তখনই এই চপলই সেই কেসের মোড় ঘুরিয়ে দেয়। কত সহজে সমাধান করে দেয় সেই খুনের রহস্য। আর সেখান থেকেই টার্গেটে পরে যায় নাটলা বেলগাছির জমিদার বাড়ির জমিদারনীর নজরে। এখন দেখার বিষয় হলো চপল একজন সাধারণ মানুষ হয়ে পারবেকি জমিদার বাড়ির এই সকল রহস্যজনম মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে?
জি এই উপন্যাসের সঙ্গে নন্দীপাড়ার একটি সূক্ষ্ম যোগসূত্র আছে। তবে পাঠকদের আগেই বলে রাখি— নন্দীপাড়া না পড়লেও এই বইটি স্বতন্ত্রভাবে উপভোগ করা যাবে। আসলে নন্দীপাড়ায় যাবার পর এটিই ছিল দ্বিতীয় ডিটেকটিভ কাহিনি, আর প্রথমটি আমরা পেয়েছিলাম নন্দীপাড়া আজও বৃষ্টি পড়ে বইতে। আগের বইয়ের কয়েকটি চরিত্র এই বইতে আছে। আর এই বইয়ের পটভূমি জুড়ে রয়েছে নাটলা বেলগাছি— এক রহস্যময় আবহে গড়া আরেকটা চমৎকার কাহিনি।
ধ্রুপদ বাবুর লেখা এই উপন্যাসটি এক নিঃশ্বাসে পড়ে ফেলার মতো। নাটলা বেলগাছির জমিদার বাড়িকে কেন্দ্র করে গড়ে উঠেছে রোমাঞ্চকর ও রহস্যঘন উপন্যাস। লেখক উপন্যাসে কেবল একটি খুনের তদন্ত-ই তুলে ধরেননি , বরং জমিদারির উত্তরাধিকার,জমিদারির প্রথা, বিশ্বাসঘাতকতা এবং ভয়ের রাজনীতিকেও দক্ষভাবে তুলে ধরেছেন। উপন্যাসে সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর ভৌতিক আবহ ও চরিত্রগুলোর দ্বিমাত্রিকতা। আর আমার ভালো লাগার চরিত্র হচ্ছে জগা, যে তৃতীয় লিঙ্গের একজন। ডিটেকটিভ উপন্যাস হিসেবে কাহিনির ধারাবাহিকতা নিঃসন্দেহে প্রশংসনীয়।
Report incorrect information