Category:সমকালীন উপন্যাস
আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
উপন্যাসটি মূলত প্রাপ্ত বয়ষ্কদের জন্য। তবে যারা কেবল বয়সের দিক দিয়ে প্রাপ্ত কেবল তাদের জন্য না; যারা কিনা বয়সের সাথে সাথে মানসিকভাবেও প্রাপ্ত বয়ষ্ক তাদের জনই এই বই। কেননা কেবল তারাই এই উপন্যাসের মর্মভেদ করতে পারবে। নচেত যারা কেবল সময় পার করার জন্য বই পড়েন তাদের কাছে এই উপন্যাসটি ‘চটি’ বই বলেই ভ্রম হবে। কেননা আমাদের মধ্যকার যে কালো রূপ, সমাজের কঠিন বাস্তবতার অন্ধকার দিক, যুব সমাজের অধঃপতন সব; স-ব কিছু বেশ সরাসরিই উঠে এসেছে এই উপন্যাসটিতে।
উপন্যাসটি মূলত শুরু হয় গ্রাম থেকে আসা বাবা-মা হারা এক অসহায় বোন ও ছোট ভাইয়ের গল্প দিয়ে। শহরে আসে ওরা ভালোভাবে বাঁচার আশায়। কিন্তু এই শহরের; এই সমাজের কঠিন অন্ধকার বাস্তবতার থাবা থেকে ওরা বাঁচতে পারে না। এই সমাজ মানে আমরা নিজেরাও এই সকল অসহায় মানুষগুলো জীবনের মোড় কোথায় ঘুড়িয়ে দিই তা আমরা নিজেরাও জানি না- জানার চেষ্টাও করি না কখনো।
অনেক পাঠকই মনে করেন যে, এতোটা সরাসরি না লিখলেও হতো কিন্তু লেখকের মতে, লুকিয়ে-চাঁপিয়ে কখনই সমাজের প্রকৃত সত্য তুলে ধরা সম্ভব না বা উচিতও না। আর সত্যি বলতে কি, যারা এই উপন্যাসের এত এত বাস্তব রূপের মাঝে নিজের আসল চেহারাটি খুঁজে পান কেবল তারাই ছিঃ ছিঃ করেন। এটাই সত্য যে, আমরা যতই অন্যকে বা অন্যদের গালাগাল দিই না কেন যখন নিজের চরিত্রের সেই খারাপ দিকটিই সামনে চলে আসবে তখন আর তা শুনতে বা পড়তে ভালো লাগে না কারোরই। আর তখনই আমরা বিদ্রোহী হয়ে উঠি; হয়তো নারীবাদিও।
সবশেষ কথা, সত্যিকার অর্থেই যারা পাঠক অর্থাৎ বয়স এবং মানসিক দিক দিয়ে প্রাপ্ত বয়ষ্ক তারা বাস্তবিকই উপন্যাসটির মর্মভেদে বেশ গর্ববোধ করেন। আপনারা যারা বইটি পড়েননি তাদেরকে আমন্ত্রণ রইলো ধ্রুপদ -এর ঘুড়ির জগতে। তবে অবশ্যই প্রথমে বুঝে নেবেন যে, আপনি আসলেই পাঠক কিনা! না হয়তো এ বই আপনার জন্য না।
Report incorrect information