দুখু মিয়া দুখু মিয়ার দুখের জীবন দুঃখ দিয়ে গড়া । শৈশবে যে এতিম হলেন থামলো লেখাপড়া ! লেটোর দলে গাইতেন তিনি কাটতেন মুখে ছড়া । লেখালেখি করে করে অবাক করলেন ধরা । বিষের বাঁশি অগ্নিবীণা দোলন চাঁপাও যে যার ! মৃত্যুক্ষুধা প্রলয়শিখা রিক্তের বেদনও তো তাঁর । প্রণয়সূত্রে প্রমিলা যে সহধর্মিণী হলেন ! পুত্র বুলবুলেরই শোকে পাথর হয়ে গেলেন ! ব্রিটিশ নির্যাতনে তিনি করেন তো কারাভোগ ! মস্তিষ্কে আক্রমণ করে দুরারোগ্য এক রোগ । সংগ্রামী জীবন তো তাঁর দুঃখ কষ্টে কাটে ! বাকশক্তিহীন দুখু মিয়ার জীবন গেলো পাটে !