‘পালক’ জলছবি প্রকাশনের চতুর্থ যৌথ কাব্যগ্রন্থ। এর আগে আরো তিনটি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হলে পাঠকমহলে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। এ ধরনের কাব্যগ্রন্থ জলছবির ধারাবাহিক প্রয়াস; প্রতিবছর বইমেলায় এ ধরনের প্রকাশনা অব্যাহত থাকবে বলে আশা করছি। যৌথ প্রকাশনার উদ্দেশ্য হচ্ছে, বইটির বহুল প্রচার। অংশগ্রহণকারী কবিদের মাধ্যমে সর্বাধিক সংখ্যক বই পাঠকের কাছে পৌঁছে যাবে-যৌথ কাব্যগ্রন্থ প্রকাশের এটাই মূল উদ্দেশ্য। বইটিতে ৭৭ জন কবির লেখা ১০৫টি কবিতা স্থান পেয়েছে। কাব্যগ্রন্থটিতে অংশগ্রহণকারী কবিদের মধ্যে অল্প কয়েকজন ছাড়া বাকি সবাই নবীন কবি। এ বইটি নবীন ও প্রতিষ্ঠিত কবিদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে আশা করছি। -প্রকাশক