আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Related Products
Product Specification & Summary
নারীকে সেই প্রাচীনকাল হতেই নানান উপাধি দেয়া হয়েছে সমাজ-সংস্কৃতি-সভ্যতার সুবিধার্থে। যেমন আমাদের দেশে মায়ের মাতৃরূপকে খুব বেশি সামনে আনা হয়। স্নেহশীল, মমতাময়ী, সংসারে মানিয়ে চলার সহজাত মানসিকতা, ক্ষমাশীল... এভাবে নানান বৈশিষ্ট্য আরোপ করে নারীকে আলাদা মর্যাদা দিয়ে স্বার্থ আদায়ের চেষ্টা চলে সবসময়। এসব বিশেষণ অবশ্যই মিথ্যে নয়। কিন্তু এসবের ভেতর দিয়ে নারীর স্নেহশীলতার চরিত্রের পাশাপাশি যৌক্তিক কঠোরতা নারীতে বেমানান হিসেবে ধরে নেয় মানুষ। এভাবে মমতাময়ী বলে বলে মধুমুখে আরো একটা সেলাই দেয় সমাজ নারীর মুখে। আবার নারী সংসারে মানিয়ে চলতে অভ্যস্ত বলে বলে নিজ অধিকার আদায়ে দৃঢ়ভাবে না দাঁড়িয়ে বরং সকল অত্যাচার সহ্য করেই তাকে সংসারে মানিয়ে চলার উপদেশ পড়িয়ে-শিখিয়ে আরো একটা যুতসই সেলাই তার মুখে দিয়ে দেয় সমাজ। আবার নারীকে ক্ষমাশীল অভিধা দিয়ে পুরুষের সকল অন্যায়কে ক্ষমাশীলতার চাদরে মুড়ে এড়িয়ে যাওয়ার কৌশল প্রতিষ্ঠা করে শেষ সেলাইটা নারীর মুখে দেয়ার চেষ্টা করে সমাজ।
সেলিনা হোসেন এসব বিষয় গভীর মননে পর্যবেক্ষণ করেই নারীদের জন্য কলম ধরেছেন। ধারালো ও স্পষ্ট শব্দে তিনি নারীর প্রতি সমাজ-রাষ্ট্র-পৃথিবীর দৃষ্টিভঙ্গীর স্বরূপ তুলে ধরেছেন। যুগ যুগ ধরে চলে আসা ওই সব দৃষ্টিভঙ্গীর বিরুদ্ধে এক শান্ত কিন্তু দৃঢ় প্রতিবাদ আছে এ গ্রন্থে।