৭১-এর ময়না’ নাটকটি মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধপূর্ব কিছু ঘটনা নিয়ে রচিত। এ নাটকে পাক হানাদার বাহিনীর বর্বরতার করুণ চিত্র ফুটে উঠেছে। অনেক রক্ত, ত্যাগ ও লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে বীর মুক্তিযোদ্ধাদের রক্তক্ষয়ী যুদ্ধে আজ আমাদের এ দেশ স্বাধীন বাংলাদেশ। নাটকটির সকল চরিত্রই
ফুটে উঠেছে। বিশেষ করে ‘ময়না’ চরিত্রটি সুন্দরভাবে ফুটে উঠেছে। নাটকটি ১৯৯৯ সালের মার্চ মাসে নরসিংদী জেলার পলাশ উপজেলা অডিটরিয়ামে মঞ্চস্থ করা হয়। নাটকটি মঞ্চায়নর সময় দর্শকদের প্রচুর উপচেপড়া ভীড় ছিল।