সামনের ফ্লাপের লেখা
মন এক অচেনা চরাচর। রোদ-জোছনা-বৃষ্টির ঝাপটা গায়ে মেখে সেই চরাচরে একা হেঁটে যাওয়া। নদীর জলধ্বনি কিংবা বৃষ্টির ভেজা গন্ধ কোথায় যে নিয়ে যায় আমাদের! মনখারাপের হাওয়ায় ভেসে একসময় পৌঁছে যাই দারুণ এক ডাঙায়। নিজের মধ্যে ডুবে যাই, জলের গভীর থেকে তুলে আনি টুকরো টুকরো নুড়ি। কবিতায় সেই নুড়ির চকচকে আলো খেলা করে। কবিতার পঙক্তিতে যদি মনের নিভৃত ব্যাকুলতা ধরা না পড়ে তাহলে যন্ত্রণার উপশম কী করে