বাংলা সাহিত্যের গর্ব ছোটগল্প। সামগ্রিক বিবেচনায় আমাদের বাংলা ছোটগল্পের বিকাশ ও সমৃদ্ধি বিশ্বের অনেক ভাষার সাহিত্যের চেয়ে উন্নত। আমাদের বিখ্যাত লেখকদের প্রায় সকলেই পাঠকদের সাথে পরিচিত হয়েছেন ছোটগল্পের মাধ্যমে। আর বাংলা ছোটগল্পের এই ধারাটির যাত্রা শুরু হয়েছিল বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে। আধুনিক বাংলা ছোটগল্পের সৃষ্টি মূলত তিরিশের দশকে। আর তা পরিপূর্ণতা পায় চল্লিশের দশকে এসে। সেই অভিযাত্রা এখনও অব্যাহত রয়েছে এবং যতদিন পর্যন্ত বাংলা ভাষা থাকবে ততদিন বাংলা ভাষার ছোটগল্প থাকবে।