আমার জীবনে এ ‘পুস্তক সম্রাট' বইটিই ছিল প্রথম রচনা। জাতিধর্ম নির্বিশেষে আবালবৃদ্ধবনিতা, এ ছোট উপহারটুকু গ্রহণ করে যেন প্রকারান্তরে আমাকেই বরণ করে নিয়েছেন।
মুসলিম মানসে কোরআন হচ্ছে শ্রেষ্ঠতম গ্রন্থ। এক হাজার চারশত বছরের পুরাতন সে গ্রন্থ এ নতুন শতাব্দীতে কতখানি গ্রহণযোগ্য যে বিতর্ক অব্যাহত। পুরাতন হলেই তা মূল্যহীন হয়ে যায় তা নয়, অনেক ক্ষেত্রেই এর মূল্য অনেক বেশি হয়ে ওঠে। এক্ষেত্রেও ঠিক তাই। গ্রন্থমুকুট কোরআন অনুসারীদের দ্বারা পৃথিবীত বিজ্ঞান দর্শন ইতিহাস ভূগোল চারু ও কারুশিল্পে কতটা উন্নতি সম্ভব হয়েছিল এর একটা জাজ্বল্যমান জীবন্ত দৃষ্টান্ত এটা। বিশ্বের বরণীয় তথা ভারতীয় বরেণ্য ব্যক্তিদের প্রাপ্তি ও প্রভাবের আলোচনাও চিত্তাকর্ষক।