রহস্য ঘেরা এই পৃথিবী। আমাদের রহস্যময় পৃথিবীতে (প্রাকৃতিক বা অ-প্রাকৃতিক) রহস্যের সীমা নেই। এর মধ্যে আবার কিছু স্থান বা বিষয় রয়েছে যা অতি-প্রাকৃতিক। আর এ কারনেই এগুলো যুগ যুগ ধরে মানুষের কাছে হাজারো রহস্যে ঘেরা। আধুনিক বিজ্ঞানের উৎকর্ষতাও এ রহস্যের কোনো কারণ বর্ননা করতে পারেনি। তাই বিজ্ঞানীরা এগুলোকে অতি-প্রাকৃতিক স্থান বলে অভিহিত করেছেন। রহস্য পত্রিকা এবং পৃথিবীর মানচিত্র নিয়ে গবেষণা করে পৃথিবীর ইতিহাস বা পৃথিবীর সৃষ্টির ইতিহাস থেকে বলা যায় এই পৃথিবী আসলেই রহস্যময় পৃথিবী, অবাক পৃথিবী, অজানা পৃথিবী।