১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
আরো দেখুন
১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
অনলাইন বাণিজ্য মেলায় আপনার পছন্দের পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! বছরের শুরুতেই সেরা ডিল, রকমারি অনলাইন বাণিজ্য মেলা, ২০২৬
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অকুতোভয় বীর সেনানী এবং স্বাধীন বাংলাদেশের মাটিতে ভিনদেশি দস্যুদের লুণ্ঠন প্রক্রিয়ার প্রথম প্রতিবাদকারী আপসহীন ব্যক্তিত্ব মেজর এম এ জলিল যে তাঁর সৈনিক জীবনে অসংখ্য সৃজনশীল সাহিত্যকর্ম সৃষ্টি করে গেছেন, এই সত্যটি এ দেশের অনেক নাগরিকই হয়তো যথাসময়ে অবগত হতে পারেননি। ক্ষণজন্মা এই বীরপুরুষ তার জীবদ্দশায় তাঁর এই মূল্যবান রচনাগুলো যথাযথভাবে প্রকাশ করে যেতে পারেননি কিংবা এগুলো প্রকাশিত, মুদ্রিত অবস্থায় দেখে যেতেও পারেননি। তবে তার রচনাবলির মধ্যে অরক্ষিত 'স্বাধীনতাই পরাধীনতা' ও 'সীমাহীন সমর'সহ আরো কিছু বই এক সময়ে বেশ আলোড়ন সৃষ্টি করে এবং সচেতন পাঠক মহলে সাড়া জাগায়। 'A Scarch for Identity' নামে মেজর জলিলের ইংরেজিতে রচিত একটি বইও বোদ্ধা পাঠকদের দৃষ্টি আকর্ষণ করে, যখন সেটি (১৯৯৯ সালে) আতিক হেলালের বাংলা অনুবাদে ঢাকার একটি দৈনিক পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় (পরবর্তী পর্যায়ে এটি বই আকারেও প্রকাশ পায়।) বর্তমানে প্রথমবারের মতো বাংলায় অনূদিত এই ইংরেজি বইটিসহ মেজর জলিলের রচনাগুলো মেজর জলিল রচনাবলি নামে প্রকাশের উদ্যোগ নেয়ার জন্য সম্পাদক জনাব আতিক হেলাল এবং প্রকাশক জনাব মোহাম্মদ সহিদুল ইসলামকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তাদের এই শ্রমসাধ্য এবং স্বেচ্ছামূলক উদ্যোগের মাধ্যমে দেশমাতৃকার জন্য আত্মোৎসর্গীকৃত মেজর জলিলের অমর কীর্তি কিছুটা হলেও হয়তো পাঠক সমাজ তথা দেশের সচেতন মানুষ অবগত হবার সুযোগ পাবেন, এটুকু ভেবেই আমি আনন্দিত।
সচেতন পাঠক এবং সংশ্লিষ্ট সকলেই এই বইটির প্রচার-প্রসারে আন্তরিকভাবে সহযোগিতা করবেন বলে আমি আবেদন রাখছি।