জেমস ডগলাম মরিসন (৮ ডিসেম্বর, ১৯৪৩ – ৩ জুলাই, ১৯৭১) ছিলেন একজন আমেরিকান সংগীতশিল্পী, গীতিকার, লেখক, চলচ্চিত্র পরিচালক এবং কবি। তিনি অধিক পরিচিত ছিলেন আমেরিকান রক ব্যাণ্ড দি ডোরসএর প্রধান গায়ক ও গীতিকার হিসেবে। তাকে রক সঙ্গীতের অন্যতম অগ্রদূত হিসেবে গণ্য করা হয়। তিনি বেশকিছু কবিতার বই রচনা করেন এবং একটি তথ্যচিত্র, একটি স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র ও তিনটি মিউজিক ভিডিওর নির্মাতা। মরিসন ২৭ বছর বয়সে প্যারিসে মৃত্যুবরণ করেন।
জিম মরিসন কিংবদন্তি সংগীতশিল্পী, গীতিকার, লেখক, চলচ্চিত্র পরিচালক এবং কবি। এই সময়ের তরুণদের মাঝে রয়েছে তার ব্যাপক পরিচিতি ও আগ্রহ। সঙ্গিতের জনপ্রিয়তার পাশাপাশি নানামাত্রিক কাজের মধ্যে ‘সঙ্কেত পথিক: জিম মরিসনের একটি চলচ্চিত্র ভাবনা’ সিনেমা বিষয়ক কাজকেই অনুবাদক গুরুত্ব দিয়েছেন বাঙালি পাঠকদের জন্য। জিম মরিসনের চলচ্ছিত্র ভাবনা মূলত তার স্বল্পদৈর্ঘ্য সিনেমা স্কিপ্ট।