১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
আরো দেখুন
১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
অনলাইন বাণিজ্য মেলায় আপনার পছন্দের পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! বছরের শুরুতেই সেরা ডিল, রকমারি অনলাইন বাণিজ্য মেলা, ২০২৬
চিরায়ত বাংলার প্রতিকৃতি লাল-সবুজ। বাংলাদেশের পতাকার সেই লাল-সবুজকে বুকে ধারণ করে ২০১১ সালে প্রতিষ্ঠা করা হয় স্বেচ্ছাসেবী সংগঠন 'লাল সবুজ উন্নয়ন সংঘ'। এর পুরো কার্যক্রম পরিচালিত হয় সংগঠনের সদস্যদের টিফিনের টাকায়। সংগঠনটির যাত্রা শুরুর মূল অভিপ্রায় ছিল বাংলার সেই লাল-সবুজ চেতনা সব তরুণের তথা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়া। যেন নতুন প্রজন্ম দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে অন্ধকারকে দূরে ঠেলে আলোর পথযাত্রী হয়ে নতুন পথের দিশা দেখাতে পারে। কুমিল্লার দাউদকান্দি উপজেলা থেকে যাত্রা শুরু করা স্বেচ্ছাসেবী এই সংগঠনের কার্যক্রম সময়ের সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়েছে পুরো দেশে। বর্তমানে দেশের ৬৪ জেলাতেই কাজ করছে সংগঠনটির সদস্য তথা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা; যারা ধারাবাহিকভাবে সচেতনতার বার্তা ছড়িয়ে দিচ্ছে অন্য শিক্ষার্থীদের মধ্যে। শুরু থেকেই মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, ধর্ষণ, দুর্নীতি প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং দেশপ্রেমে জাগ্রত করতে সংগঠনটির এই অভিপ্রায়ের এক যুগ পেরিয়েছে। দীর্ঘ এই সময়ে দেশজুড়ে প্রায় ৩৯ লাখ শিক্ষার্থীর মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে সচেতনতার বার্তা। যারা সব অন্যায়কে না বলে দেশপ্রেমে জাগ্রত হতে পাঠ করেছে শপথবাক্য। আলোর পথযাত্রী হতে লাখো তরুণের এই 'শপথ' নিঃসন্দেহে একটি মাইলফলক। দেশকে বুকে ধারণ করে নতুন প্রজন্মের এই দৃঢ়চেতনাই শক্তি; যা স্বপ্ন দেখায় সুন্দর একটি বাংলাদেশের। লাল সবুজ উন্নয়ন সংঘ ইতিমধ্যে দেশজুড়ে শিক্ষার্থীদের মাধ্যমে সাড়ে পাঁচ লাখ গাছের চারা রোপণ সম্পন্ন করেছে। এর বাইরে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, বিভিন্ন পর্যায়ে শিক্ষা উপকরণ বিতরণ, পথশিশুদের জন্য নানামুখী কার্যক্রমসহ যেকোনো বিপদে অসহায়ের পাশে দাঁড়ানো সংগঠনটির উল্লেখযোগ্য কার্যক্রম; যা দেশজুড়ে পরিচালিত হচ্ছে শিক্ষার্থীদের বেঁচে যাওয়া টিফিনের টাকায়। 'শপথ' বইটি বিভিন্ন সচেতনতামূলক লেখায় সাজানো হয়েছে। যেখানে তুলে ধরা হয়েছে দেশের বিভিন্ন জেলায় কিছু কার্যক্রমের খণ্ডচিত্র। বইটির উদ্দেশ্য দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া তরুণদের বার্তা আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে দেওয়া। এতেই সার্থক হবে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।