মুহাম্মাদ সা: এর জীবনী আর রাহীকুল মাখতূম :
রাবেতায় আলেম কর্তৃক আয়োজিত আর্ন্তজাতিক সীরাত প্রতিযোগিতায় ১১৮২ পান্ডুলিপি মধ্যে প্রথম পুরস্কার প্রাপ্ত বই মুহাম্মাদ সা: এর জীবনী আর রাহীকুল মাখতূম।সর্বকালের সর্বশ্রেষ্ঠ এ মহামানব জীবন ওকর্ম নিয়ে সারা পৃথিবীতে শত শত ভাষায় লিখিত হয়েছে অসংখ্যা সীরাত গ্রন্থ।সেইসব সীরাত গ্রন্থ মধ্যে অন্যতম প্রসিদ্ধ সীরাত আল্লামা সফিউর রহমান মুবারকপুরী রচিত বিশ্ববিখ্যাত সীরাত গ্রন্থ “আর রাহীকুল মাখতূম“ এই গ্রন্থটি মূলত সীরাতের ওপর রচিত অতীতের শত শত মৌলিক ও নির্ভরযোগ্য উপাদানের সমন্বয়ে গঠিত একটি সংকলন ।এক কথায় সীরাত সংক্রান্ত বিশাল সংগ্রহশালার একটি নির্যাস ।আর রাহীকুল মাখতূ ‘ সুন্দর ও সাবলীল ভাষায় প্রকাশ যা কোটি মানুষের মনে জায়গা করে নিয়েছে।