সুমন, কী লিখছ এসব! প্রাচীনের মতন প্রশস্ত! কী ছিপছিপে সত্য! কোনো কবিতাভিনয় নেই, অথচ কত্ত গাঢ় কবিতা! তোমার কবিতার গভীরতা এখন পাতালচুম্বী। পাতালেই কিন্তু আছে সব খনি। কবিতায় ঠাণ্ডা গলায় যেভাবে খনির সন্ধান দিয়ে যাচ্ছ, তা হাজার বছর ধরে চলমান থাকবে বলে মনে হচ্ছে। আজকের সুমন অনেক পরিণত, অনেক গভীর। ছন্দে লেখা কবিতাগুলো যেমন ভালো লাগে, তেমন এই কবিতাগুলোও। আমি রাইটিং-অ্যাজ-অ্যাকশনে বিশ্বাসী। তোমার লেখাগুলো পড়ে তেমনই মনে হয়। যে কথা কষ নিয়ে বললে শুনবে না মানুষ, সে কথা তুমি রস দিয়ে জানাচ্ছ। ইদানিং তোমার কবিতাকে কবিতার থেকেও বড় কিছু মনে হয়। তোমার কবিতাগুলোর ন্যারেটিভ ছন্দে ছন্দে দ্বন্দ্বের অবসান। অবলীলায় বলে ফেলা, যা সহজে বলে ফেলা যায় না। কবিতাগুলোয় বানোয়াট দুর্বোধ্যতা নেই। তবে যারা সহজ কথা সহজে বলতে জানে নাÑ যাদের সত্যপ্রকাশ করার পুরো ব্যাপারটাকেই দুর্বোধ্য মনে হয়, তাদের জন্য তোমার শব্দগুলো এক একটা সুড়ঙ্গ; বাস্তবতায় দৃশ্যমান কিন্তু দেখা যায় না এমন গভীরতায় নিয়ে যাবার সুড়ঙ্গ। আমি অবাক হচ্ছি না একটুও। যারা পারে তাদেরকে দমিয়ে রাখার চক্রান্ত সবজায়গায়। আমিও হারিয়েছিলাম নিজেকে। অবশ্য অন্য কারণে। এখন সত্য ছাড়া কাউকে দুচি না। তোমার কবিতায় শক্তি খুঁজে পাই। একটা ধাক্কা দেয়। বাস্তবতার কাছে নিয়ে যায়। প্রশংসা খুব খারাপ জিনিস। না পেলে নিজেকে অকেজো মনে হতে পারে। কারো ফালতু কথা বা সাইলেন্স যেমন শোনার দরকার নাই, তেমনি সুনামও শোনার দরকার নাই। কারণ সমালোচনা বা সুনামের জন্য কবিতা কে কবে লিখেছে? হিশাম মোহাম্মদ নাজের কবি, গল্পকার ও সমালোচক
সুমন শাসের জন্ম ১৯৮৭ সালের ৫ আগস্ট। রাজশাহী জেলার বোয়ালিয়া থানার উপশহরে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে সহকারী অধ্যাপক পদে কর্মরত। শূন্য দশক থেকে শুরু করলেও মূলত দ্বিতীয় দশক থেকে বাংলাদেশের সাহিত্যাঙ্গনে সক্রিয়। সাহিত্যের ছোটকাগজ 'ধ্রুব'র সম্পাদক। সুমন শাম্স বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার। এছাড়াও গীতিকার হিসেবে হিন্দুস্তান রেকর্ডস এর সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। টেলিভিশন নাটক ও টেলিফিল্মে তাঁর লেখা গান প্রচারিত হয়েছে। সুমন শাসের প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১১টি। প্রকাশিত কাব্যগ্রন্থ তিথির অতিথি (২০০৯) একটি তারার নিচে ভীষণ রাত (২০১২) কবির অক্ষরে লেখা ছিলো না (২০১২) ঘাই মানবের শিকারকাব্য (২০১৭) আত্মার পদাবলি (২০১৮), বিশ ফাগুনের দহন (২০১৮) কাব্যসংগ্রহ-১ (২০১৯) প্রকাশিত গল্পগ্রন্থ ছুরির ওপাশে সভ্যতা (২০১৮) প্রকাশিত প্রবন্ধগ্রন্থ কবিতার নিয়তি ও ব্যক্তিগত রবীন্দ্রনাথ (২০১৮) প্রকাশিত ছড়াগ্রন্থ খুকু তোর জন্য (২০২০) পুরস্কার ও সম্মাননা শালুক সাহিত্য পুরস্কার (২০১৯), কবি ওমর আলী পদক (২০১৯) ধ্রুব সাহিত্য সম্মাননা (২০০৯), চিহ্ন সম্মাননা (২০১৩) তুর্যনিনাদ সম্মাননা পদক (২০১৯), কণ্ঠস্বর সম্মাননা (২০১৯)