‘প্রেমের গল্প’ প্রাকৃতিক, সাংস্কৃতিক ও মানসিক পরিবর্তনের প্রক্রিয়ায় নারী-পুরম্নষের বিচিত্রমাত্রিক প্রেমের কতিপয় বিবরণী। এসব বিবরণীর পাত্র-পাত্রীগণ প্রায়শ বয়সে তরম্নণ নন, কিন্তু মানস ও সক্রিয়তায় তারা বিদ্যমান সাধারণের মধ্যে স্বতন্ত্র; তরম্নণদের চেয়েও তরম্নণ। তাদের রোমান্টিকতা ফ্যান্টাসিময়; সমান্তরালে বেদনাসাগরও তারা মন্থন করেন অবলীলায়। অন্তর্গত সীমাবদ্ধতা আর সামাজিক প্রতিবন্ধকতা আর প্রাকৃতিক বৈরীতার রূঢ় বাস্তবতায় তাদের রোমান্টিকতা আহত ও নিহত হলেও জীবন তাদের জীবনে বিযুক্ত নয়। টু লিভ ইজ টু লাভ।