আল্লাহ তা'আলা বলেন, ‘যারা জানে আর যারা জানে না তারা কি সমান?’ (আল-কুরআন, সূরা আয-যুমার, আয়াত নং ৯) জানার প্রধান মাধ্যম হচ্ছে বই। বই পড়লে মানসিক প্রক্রিয়া সক্রিয় থাকে। মস্তিষ্ক চিন্তা করার খোরাক পায়, সৃজনশীলতা বাড়ে এবং তথ্য ধরে রাখার ক্ষমতা সৃষ্টি হয়। টলস্টয় বলেছেন, ‘জীবনে মাত্র তিনটি জিনিসের প্রয়োজন। আর তা হলো বই, বই এবং বই।’ হতে পারে তা গল্প, কবিতা, উপন্যাস কিংবা প্রবন্ধের।
আমাদের সমাজের চারপাশে নিত্য ঘটে চলেছে নানা ধরনের অনৈতিক ও অপ্রীতিকর ঘটনা। সবকিছু দেখেও যেনো আমরা না দেখার ভান করে জীবন অতিবাহিত করছি। অথচ একজন মুসলিম হিসেবে সকল অন্যায়ের বিরুদ্ধে যথাসাধ্য প্রতিবাদ করা ইমানী দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই আমি সমাজে প্রতিনিয়ত ঘটে যাওয়া নানান ধরনের ঘটনাকে উপজীব্য করে লেখা কবিতামালা নিয়ে ‘আত্মচিৎকার’ শীর্ষক বইটি সাজিয়েছি, যাতে সকল অন্যায়, অনাচার ও অপরাধ থেকে বিরত থাকার এবং ইসলামী মূল্যবোধসম্পন্ন মানুষ হওয়ার বার্তা প্রদান করার চেষ্টা করেছি।
আমি আশা করি, আমার এই কবিতার বইটি পাঠকদের ভালো লাগবে এবং তারা উপকৃত হবেন। এই বইটি পড়ে কেউ যদি সামান্যও উপকৃত হন তাহলে আমি আমার পরিশ্রম স্বার্থক হয়েছে বলে মনে করবো।