অপলা হায়দার। বাবা আলী হায়দার খান, মা সুফিয়া হায়দার। অপলা, ঢাকা বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এমবিত্র করেছেন। বর্তমানে তিনি আইটি সাইটে কর্মরত আছেন। সহধর্মী ও ছেলে-মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।
২০০৭ সালে তার প্রথম প্রকাশিত ছোটগল্পের বই 'পুনরাবৃত্তি' দিয়ে লেখালিখির যাত্রা শুরু হয়। 'ক্লান্ত পাখি' তার উনিশতম বই আর প্রথম ছড়ার গল্পের বই।
লেখিকা-