বৈমানিক বৈমানিক
এয়ারপোর্ট কই মানিক?
সারা বেলা ঘুরছ তুমি একখানেই,
বললে বলো 'উহার কোন ব্যাখ্যা নেই'।
বলছ তুমি, 'নীল মেঘেরা আবোল তাবোল গুল্মে ঘেরা,
দাঁড় কাকেরা দিচ্ছে কেমন রোশনাই,
চলো ঝাঁপাই প্যারাসুটে
ওই যেখানে ভেড়া ছুটে বিমান ফেলে যাওয়ায় তেমন দোষ নাই'।
একটু পরেই যাত্রী সকল পাইলো টের,
বিমানটিতে নাই নিশানা পাইলটের।